Tuesday, August 26, 2025

টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসের বাগদান: ইনস্টাগ্রামে উচ্ছ্বাসের ঝড়

 যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপসংগীত তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার ট্র্যাভিস কেলস বাগদান সম্পন্ন করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে টেইলর নিজেই এই সুখবর সবার সঙ্গে শেয়ার করেছেন।

পোস্টে তিনি মজার ছলে লিখেছেন, “তোমার ইংরেজি শিক্ষিকা আর তোমার জিম শিক্ষকের বিয়ে হচ্ছে।” পোস্টে কয়েকটি ছবি ছিল, যেখানে ট্র্যাভিস কেলস হাঁটু গেড়ে টেইলরকে প্রপোজ করছেন। ছবিতে টেইলরের হাতে একটি হীরার আংটিও স্পষ্ট দেখা গেছে। এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাসের ঝড় তুলেছে। মাত্র চার ঘণ্টায় পোস্টটি ১ কোটি ৮০ লাখের বেশি লাইক পেয়েছে। গায়িকা অ্যাভ্রিল লাভিন, মডেল কারা ডেলেভিনের মতো তারকারাও তাদের অভিনন্দন জানিয়েছেন।

কেলসের দল ক্যানসাস সিটি চিফস এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে লিখেছে, “আজ যেন রূপকথার গল্প!” তারা আরও যোগ করেছে, “ট্র্যাভিস ও টেইলর, অভিনন্দন! আপনাকে আমাদের ‘চিফস কিংডম’ পরিবারে পেয়ে আমরা আনন্দিত।” এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “ও একজন দারুণ খেলোয়াড়, ভালো মানুষ। আর টেইলরও অসাধারণ।”

জানা গেছে, টেইলরের এনগেজমেন্ট রিংটি পুরনো ধাঁচের ‘মাইন কাট’ হীরা দিয়ে তৈরি, যা ডিজাইন করেছেন নিউ ইয়র্কের ‘আর্টিফেক্স ফাইন জুয়েলারি’র কিনড্রেড লুবেক।

টেইলর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি হার্ট ইমোজি পোস্ট করেন, যেখানে ব্যাকগ্রাউন্ডে বাজছিল তার গান ‘So High School’, যা ভক্তরা মনে করছেন ট্র্যাভিস কেলসকে নিয়ে লেখা। তার ‘The Tortured Poets Department’ অ্যালবামের ‘The Alchemy’ গানটিও কেলসকে উৎসর্গ করে রচিত বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি টেইলর তার বহুল আলোচিত ‘Eras Tour’ শেষ করেছেন, যা বিশ্বব্যাপী রেকর্ড গড়েছে। এই ট্যুর চলাকালীন ট্র্যাভিস কেলস নিয়মিত তার কনসার্টে উপস্থিত ছিলেন। কিছুদিন আগে কেলসের ‘New Heights’ পডকাস্টে এসে টেইলর তাদের সম্পর্ক নিয়ে কিছু ব্যক্তিগত কথাও শেয়ার করেছিলেন। এই বাগদানের ঘোষণা তাদের প্রেমের গল্পে নতুন এক অধ্যায় যোগ করল।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.