ভারতীয় গণমাধ্যম সূত্রের তথ্য অনুযায়ী, গোবিন্দর বিরুদ্ধে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগ জানিয়ে সুনীতা বান্দ্রা আদালতে ডিভোর্সের মামলা দায়ের করেছেন। এই জল্পনা আরও তীব্র হয়েছে, যখন সুনীতা তার প্রিয় মহালক্ষ্মী মন্দিরে পূজা দিতে গিয়ে একটি ভ্লগ প্রকাশ করেন।
ভ্লগে অঝোরে কাঁদতে কাঁদতে সুনীতা বলেন, “আমি ছোট থেকে এই মন্দিরে আসছি। যখন গোবিন্দর সঙ্গে প্রথম দেখা হয়, তখনও এখানে এসেছিলাম। একটাই কামনা ছিল যাতে ওর সঙ্গে আমার বিয়ে হয়। মা সে কথা শুনেছিলেন। কিন্তু জীবনে সবকিছু চাওয়ামতো হয় না। তবুও মায়ের ওপর ভরসা রাখি। আমি জানি, আমার ঘর ভাঙার চেষ্টা করলে সে ভালো থাকবে না।”
এই কথাগুলো সুনীতা ও গোবিন্দর বিচ্ছেদের গুঞ্জনকে আরও জোরদার করেছে। জানা গেছে, সুনীতা হিন্দু ম্যারেজ অ্যাক্টের একাধিক ধারায় ডিভোর্সের আবেদন ফাইল করেছেন।
উল্লেখ্য, আগে এক সাক্ষাৎকারে সুনীতা দাবি করেছিলেন, বিচ্ছেদের গুঞ্জন ভিত্তিহীন। তিনি বলেন, “যারা এসব বলছে, তাদের সত্যি জেনে নিন। সাহস থাকলে আমাকে বা গোবিন্দকে সরাসরি প্রশ্ন করুন। আমাদের মুখ থেকে বিচ্ছেদের কথা শুনলে তবেই নিশ্চিত হবেন। বিচ্ছেদ হলে আমি প্রথমে সবাইকে জানাব।”