মুম্বাইয়ের ঘটকোপারে জন্মাষ্টমীর দই-হাঁড়ি উৎসবে ঝড় তুললেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কপুর। ভক্তরা যখন কৃষ্ণনামে মুখরিত, তখন মঞ্চে উঠে জাহ্নবীর কণ্ঠে শোনা গেল ‘ভারতমাতার জয়’ স্লোগান। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়, আর শুরু হয় তুমুল বিতর্ক। সমালোচকদের একাংশ প্রশ্ন তুলেছেন— জন্মাষ্টমী আর স্বাধীনতা দিবসের পার্থক্য কি বোঝেন না জাহ্নবী?
তবে কটাক্ষের মুখে নীরব নন এই বলিউড তারকা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুরো ভিডিও শেয়ার করে জাহ্নবী জানিয়েছেন, “ওঁরা বলার পর আমি না বললে সেটাও সমস্যা হত। বললাম, তাই বলে কাটাছেঁড়া করে বিদ্রুপ?” তিনি আরও স্পষ্ট করে বলেন, “শুধু জন্মাষ্টমী নয়, প্রতিদিনই বলব— ভারতমাতার জয়।”
নিন্দুকরা যখন বিদ্রুপে মেতেছেন, ভক্তরা তখন জাহ্নবীর প্রশংসায় মুখর। এক ভক্ত লিখেছেন, “দেশপ্রেমকে উৎসবের সঙ্গে মিশিয়ে দেওয়ার সাহস দেখিয়েছেন জাহ্নবী।” আরেকজন মন্তব্য করেছেন, “সমালোচকদের এক হাত নিয়েছেন তিনি।”
এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে জাহ্নবীর নতুন ছবি ‘পরম সুন্দরী’, যেখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন সিদ্ধার্থ মলহোত্র। ছবির গান ইতোমধ্যেই ট্রেন্ডিংয়ে রয়েছে। এই বিতর্কিত মন্তব্য যেন ছবির প্রচারে বাড়তি আলোড়ন এনে দিয়েছে।