Saturday, August 23, 2025

শাকিব খানের নতুন চমক: ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’র পোস্টার প্রকাশ

 বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান নতুন চমক নিয়ে হাজির হলেন। শুক্রবার (২২ আগস্ট) তাঁর ভ্যারিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’র অফিসিয়াল পোস্টার। এই পোস্টার প্রকাশের মাধ্যমে শাকিব ভক্তদের মাঝে নতুন উন্মাদনা ছড়িয়েছে।

পোস্টারে লালচে আবহে ভিড়ের মাঝে বন্দুক হাতে উঁচিয়ে দাঁড়ানো বেশ কয়েকজনকে দেখা যায়। তাঁদের মধ্যে উঁচু করে হাত তুলে দাঁড়িয়ে আছেন শাকিব খান। চেহারা স্পষ্ট না হলেও তাঁর ভঙ্গি থেকে পরিষ্কার, এবার তিনি গ্যাংস্টারের চরিত্রে হাজির হচ্ছেন। পোস্টারের বিভিন্ন প্রান্তে ঢাকা শহরের পরিচিত স্থান যেমন উত্তরা, গাবতলী, মোহাম্মদপুর, বাড্ডা, কারওয়ান বাজার, শাঁখারীবাজার, গ্যান্ডারিয়ার নাম লেখা রয়েছে, যা ছবির গল্পে ঢাকার পটভূমির ইঙ্গিত দেয়।

সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ এবং প্রযোজনার দায়িত্বে আছেন শিরিন সুলতানা। ছবিটি আগামী ঈদুল ফিতর ২০২৬-এ মুক্তির কথা ঘোষণা করা হয়েছে। পোস্টার শেয়ার করে শাকিব খান লিখেছেন:

“ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের - শহর চিনবে তার আসল নায়ককে!!
Here comes the Myth in motion - #PRINCE: Once Upon A Time In Dhaka.
A story where the city meets its Legend.”

ঈদের সিনেমা মানেই শাকিব খানের নাম বক্স অফিসে বড় ভরসা। গত কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি ব্যবসায়িকভাবে বেশ সফল হয়েছিল। এবার ঈদুল ফিতরকে সামনে রেখে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এই সিনেমা শাকিব খানের ক্যারিয়ারে আরেকটি মাইলফলক হবে বলে আশা করছেন ভক্তরা।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.