বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে বিজয় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ‘একলা চলো’ নীতি গ্রহণের ঘোষণা দেন। তিনি কোনো জোটে যোগ না দিয়ে এককভাবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত জানান। সমাবেশে তিনি বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকে (দ্রাবিড় মুনেত্র কাজাগাম)-কে ‘রাজনৈতিক শত্রু’ হিসেবে উল্লেখ করেন।
বিজয় বলেন, ‘আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর রাজনৈতিক শত্রু হলো ডিএমকে। তামিলাগা ভেটরি কাজাগাম কোনো ভীতু দল নয়, যারা কাউকে ভয় পায় বা কোনো গোপন মাফিয়া ব্যবসা চালায়। সমগ্র তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে। চলুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকে-র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।’
তিনি আরও বলেন, ‘সিংহ সব সময় সিংহই থাকে। একবার গর্জন করলে সেই শব্দ আট কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে। সিংহ শিকারে বের হয়। জঙ্গলে অনেক শিয়াল থাকলেও সিংহ মাত্র একটি। সিংহই জঙ্গলের রাজা। সিংহ জানে কীভাবে টিকে থাকতে হয়।’
নরেন্দ্র মোদির সমালোচনা করে বিজয় বলেন, ‘আপনারা হয়তো ভাবছেন ২০২৯ সাল পর্যন্ত আপনাদের যাত্রা মসৃণ হবে। কিন্তু আমি স্পষ্ট বলছি, পদ্মপাতায় যেমন জল আটকে থাকে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না।’
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, থালাপতি বিজয় তাঁর দল টিভিকে-কে তামিলনাড়ুর রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তিনি ক্ষমতাসীন ডিএমকে এবং বিরোধী দল এআইএডিএমকে-এর বিকল্প হিসেবে নিজের দলকে ভোটারদের কাছে তুলে ধরতে চান।
গত বছর তামিলাগা ভেটরি কাজাগাম প্রতিষ্ঠার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন এই দক্ষিণী সুপারস্টার। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তিনি প্রথমবার অংশ নেবেন। তামিল রাজনীতিতে সিনেমার সুপারস্টারদের প্রভাব নতুন নয়। এনটি রামা রাও, জয়ললিতা থেকে কমল হাসানের মতো তারকারা নিজস্ব স্টাইলে ভোটারদের মন জয় করেছেন। এবার সেই পথে আরেক ধাপ এগিয়ে গেলেন থালাপতি বিজয়।