বলিউডের ‘ভাইজান’ সালমান খান সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে চলেছেন। ১৯৮৮ সালে অভিষেকের পর থেকে তিনি বহু অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন, এমনকি যাদের বয়স তাঁর অর্ধেকেরও কম। আজকের অনেক নায়িকা, যাঁদের বয়স সে সময় মাত্র এক থেকে চার বছর ছিল, তাঁদের সঙ্গেও তিনি চুটিয়ে অভিনয় করে চলেছেন। শুধু তাই নয়, সালমান অনেক নায়িকার ক্যারিয়ার গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তবে সালমান খানের সেটে নায়িকাদের জন্য রয়েছে কিছু কঠোর নিয়ম। সম্প্রতি তাঁর সহ-অভিনেত্রী ডেইজি শাহ এই নিয়ম-কানুনের কথা প্রকাশ্যে এনেছেন। ডেইজি ‘জয় হো’ সিনেমায় সালমানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন এবং তাঁর প্রায় সব সিনেমায় সহকারী হিসেবে কাজ করেছেন।
ডেইজি জানান, সালমানের ‘অন্তিম’ সিনেমার শুটিং চলাকালীন তিনি সেটে একটি নিয়ম চালু করেছিলেন। এই নিয়ম অনুযায়ী, কোনো নারী অভিনেত্রী বক্ষবিভাজিকা প্রকাশ করে এমন পোশাক পরতে পারবেন না। প্রতিটি নারীকে নিজের শরীর ঢেকে রাখতে হবে। সালমানের মতে, শরীর পুরোপুরি ঢেকে থাকলে নারীরা আরও সুন্দর দেখায়। তিনি চান না তাঁর সিনেমায় নারীদের ‘শোপিস’ হিসেবে উপস্থাপন করা হোক।
এই নিয়মের পেছনে সালমানের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ও সিনেমায় নারী চরিত্রের প্রতি তাঁর সম্মানজনক মনোভাব কাজ করে। ডেইজি শাহ’র এই প্রকাশ্য বক্তব্য সালমানের সেটের কাজের পরিবেশ এবং তাঁর নীতি সম্পর্কে নতুন আলোকপাত করেছে। এই বিষয়টি ভক্ত ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।