নারী পাচারের মতো সামাজিক সমস্যাকে কেন্দ্র করে বাংলাদেশে নির্মিত ইংরেজি ভাষার সিনেমা ‘ডট’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর। বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত এই সিনেমাটি বাংলাদেশসহ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সিনেমাটির প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন গ্লিটজকে জানান, “গত ৩ অগাস্ট ‘ডট’ সিনেমাটি সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। আমরা মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। ৫ সেপ্টেম্বর বাংলাদেশসহ বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে। এটি সম্পূর্ণ ইংরেজি ভাষার সিনেমা, কোনো বাংলা সংস্করণ থাকবে না।”
ইংরেজি ভাষায় সিনেমা নির্মাণের কারণ ব্যাখ্যা করে ধীমন বলেন, “এই সিনেমার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি ও গল্প ইংরেজি ভাষায় তুলে ধরেছি, যাতে বিশ্বের দর্শকরা আমাদের গল্প দেখতে পারেন। এটি আমাদের আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছানোর একটি প্রচেষ্টা।”
‘ডট’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন ইমন বড়ুয়া। তিনি বলেন, “এটি একটি থিওরিটিক্যাল সিনেমা। গল্পটি গ্রামের নদীর পাড়ের মানুষের জীবনকে কেন্দ্র করে। একজন নারী পাচারকারী গ্রামের সরল মানুষের সঙ্গে মিশে তাদের ফাঁদে ফেলে এবং তাদের জীবনে বিপর্যয় ডেকে আনে। এই সিনেমায় তাদের ধ্বংসের গল্প তুলে ধরা হয়েছে।” সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৮ মিনিট। পরিচালক কাঁকনের মতে, এই সিনেমার প্রধান শক্তি এর গল্প, যা গল্পপ্রধান নির্মাণের উপর জোর দিয়েছে।
সিনেমায় অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার, মিষ্টি মনি প্রমুখ। সিনেমার শুটিং হয়েছে কুমিল্লার তিতাস উপজেলায়। তরী মিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।