বলিউড অভিনেত্রী সানি লিওন বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শোবিজ অঙ্গনে এখনো রূপের ঝড় তুলছেন। ৪৪ বছর বয়সেও তিনি যেন চিরযৌবনার প্রতীক। দাগ-ছোপহীন, মসৃণ ও ঝলমলে ত্বক দেখে তার ভক্ত ও অনুরাগীরা অবাক। কীভাবে এই বয়সেও তিনি তার সৌন্দর্য অটুট রেখেছেন, তা জানতে হাজারো মানুষের কৌতূহল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি নিজেই ফাঁস করেছেন তার সৌন্দর্যের রহস্য।
সানি জানান, তার সৌন্দর্য শুধু প্রসাধনীর ওপর নির্ভর করে না, বরং তার জীবনযাত্রা এতে বড় ভূমিকা পালন করে। তিনি তেল-মসলাযুক্ত বাইরের খাবার এড়িয়ে চলেন। তার প্রতিদিনের খাদ্যতালিকায় থাকে প্রচুর শাকসবজি ও পানি। সানির বিশ্বাস, ত্বকের তারুণ্য ধরে রাখতে পানির বিকল্প নেই। তিনি বলেন, “পানি আমার ত্বকের সবচেয়ে বড় বন্ধু।”
শরীরের প্রতি সচেতনতার পাশাপাশি তিনি বাইরের যত্নেও পিছপা নন। নিয়মিত ব্যায়ামের মাধ্যমে তিনি শরীর ও ত্বকের উজ্জ্বলতা বজায় রেখেছেন। এই অভিনেত্রী প্রতিদিন ফেসওয়াশ ও নাইট ক্রিম ব্যবহার করেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকের পরিচর্যা তার নিয়মের অংশ।
এছাড়া, সানি ঘরোয়া উপায়ের প্রতিও আগ্রহী। তিনি অ্যালোভেরা জেল দিয়ে তৈরি মাস্ক ব্যবহার করেন। তার মতে, এটি ব্রণ বা ফুসকুড়ি দূর করতে এবং ত্বক ঠান্ডা রাখতে অত্যন্ত কার্যকর।
সানি লিওনের এই সৌন্দর্যের রহস্য শুনে তার ভক্তরা আরও মুগ্ধ। তার জীবনযাত্রা ও ত্বকের যত্নের রুটিন অনেকের জন্যই অনুপ্রেরণা হয়ে উঠেছে। ৪৪ বছর বয়সেও তার ঝলমলে উপস্থিতি বলিউডে তাকে আলাদা মর্যাদা এনে দিয়েছে।