বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির সঙ্গে বিয়ে করতে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে মানতে হয়েছিল কঠিন শর্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ নিজেই এই তথ্য প্রকাশ করেছেন।
রাজ কুন্দ্রা জানান, শিল্পা তাকে প্রথমেই স্পষ্ট জানিয়েছিলেন যে তিনি কোনো বিদেশি নাগরিক বা এনআরআই (নন-রেসিডেন্ট ইন্ডিয়ান)-কে বিয়ে করবেন না। ভারত ছেড়ে বিদেশে থাকা তার পক্ষে সম্ভব নয়। ফলে শিল্পাকে বিয়ে করতে রাজকে লন্ডন ছেড়ে মুম্বাইয়ে স্থায়ীভাবে চলে আসতে হয়।
রাজ বলেন, “শিল্পা আমাকে পরিষ্কার বলে দিয়েছিল, ‘আমি ভারত ছাড়ব না। আমাকে ভারতেই থাকতে হবে।’ তখন আমার ভারতে কোনো সম্পত্তি ছিল না। তবে আমি দ্রুত একজন রিয়েল এস্টেট এজেন্টকে ফোন করে মুম্বাইয়ে একটি ফ্ল্যাট কিনি। এরপরই শিল্পাকে বিয়ের প্রস্তাব দিই।”
২০০৭ সালে দুবাইয়ে ব্যবসায়িক কাজে থাকার সময় শিল্পার একজন ম্যানেজারের মাধ্যমে রাজের সঙ্গে তার পরিচয় হয়। প্রাথমিক বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক গাঢ় হয় এবং শেষ পর্যন্ত তারা বিয়ের সিদ্ধান্ত নেন। ২০০৯ সালে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা বিয়ে করেন।
সম্প্রতি এই দম্পতি বৃন্দাবনে সফর করেন। সেখানে তারা আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ জানতে পারেন যে মহারাজের দুটি কিডনিই অকেজো। এই পরিস্থিতিতে রাজ মহারাজকে নিজের কিডনি দান করার প্রস্তাব দেন। তবে মহারাজ সেই প্রস্তাব গ্রহণ করেননি।
রাজ কুন্দ্রার এই সাক্ষাৎকারে শিল্পার সঙ্গে তার বিয়ের পেছনের গল্প এবং তার উদারতার এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।