গানটি নিয়ে উচ্ছ্বসিত দুই শিল্পী। পপি বলেন, “এটি মূলত আমাদের জীবন দর্শনের গান। এর আগে এ ধরনের গান গাওয়ার সুযোগ আমার হয়নি। নির্মাতার কাছে আমি কৃতজ্ঞ। চেষ্টা করেছি দরদ দিয়ে গানটি গাইতে। আশা করছি, শ্রোতা-দর্শকদের এটি ভালো লাগবে।”
রিফাত সুলতান বলেন, “আমার কণ্ঠ শুনে সোহেল ভাই আমাকে এই সূচনা সংগীত গাওয়ার সুযোগ দিয়েছেন, এটা আমার জন্য সত্যিই বড় প্রাপ্তি। তিনি আমাকে আশীর্বাদ করেছেন এবং গানটি গাওয়ার পর জানিয়েছেন, আগামীতেও আমাকে নিয়ে কাজ করবেন।”
নির্মাতা সোহেল আরমান জানান, এই ধারাবাহিক নাটকটি আগামী সেপ্টেম্বর থেকে বিটিভিতে প্রচার শুরু হবে। গান ও নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।