তৃতীয় সিজনের প্রথম গান ‘তাঁতি’ প্রকাশিত হয় ২০২৪ সালের ১৩ এপ্রিল। এরপর ৩ মে প্রকাশ পায় দ্বিতীয় গান ‘মা লো মা’। সর্বশেষ গানটি ছিল ওয়ারফেজের ‘অবাক ভালোবাসা’, যা প্রকাশিত হয় ২৫ মে। ব্যান্ডটির ৪০ বছরপূর্তি উপলক্ষে এই জনপ্রিয় গানটি নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়। এরপর আরও গান প্রকাশের জন্য প্রস্তুতি থাকলেও কোনো নতুন গান দর্শকদের জন্য আসেনি।
কোক স্টুডিও বাংলার একটি সূত্র জানিয়েছে, তৃতীয় সিজনের বাকি গান প্রকাশের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও গানগুলো প্রস্তুত রয়েছে, তবু সিদ্ধান্তের অভাবে এগুলো দর্শকদের জন্য প্রকাশ করা হচ্ছে না।
সালমার গাওয়া ফোক গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। তবে এটি কবে শ্রোতাদের কাছে পৌঁছাবে, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মনে হচ্ছে। কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের বাকি গানগুলো প্রকাশের বিষয়ে স্পষ্ট ঘোষণা পাওয়ার জন্য শ্রোতারা মুখিয়ে রয়েছেন।