জানা গেছে, শিয়ালদহ স্টেশনের বাইরে কাঞ্চনা মৈত্র এক দম্পতির সঙ্গে তুমুল তর্কে জড়িয়ে পড়েন। তিনি দাবি করেন, ছয় মাস আগে তিনি ওই দম্পতিকে বিশ্বাস করে কিছু টাকা ধার দিয়েছিলেন, যা এখনো ফেরত পাননি। এই ঘটনার সময় কাঞ্চনাকে সবুজ চুরিদারে এবং মুখে পান নিয়ে দেখা গেছে। তিনি ওই দম্পতির উপর চোখ রাঙানোর পাশাপাশি ভিডিও ধারণকারীদের দিকেও ক্ষোভ প্রকাশ করেন এবং ভিডিও বন্ধ করার নির্দেশ দেন।
তবে, ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে জানা যায়, কাঞ্চনা বারবার যে নামটি উল্লেখ করছিলেন, তা তার নিজের নাম নয়। এ থেকে ধারণা করা হচ্ছে, এই ঘটনাটি ব্যক্তিগত বিবাদের পরিবর্তে কোনো চলচ্চিত্রের প্রচারণার অংশ হতে পারে। সূত্রের খবর, কাঞ্চনা শিগগিরই তার নতুন প্রকল্পের ঘোষণা দিতে পারেন, এবং এই ভিডিওটি সেই প্রচারণার কৌশল হিসেবে তৈরি হতে পারে।
এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ কাঞ্চনার এই রূপে বিস্মিত হয়েছেন, আবার কেউ এটিকে প্রচারণার কৌশল হিসেবে মনে করছেন। তবে, এই ভাইরাল ভিডিওটি কাঞ্চনা মৈত্রকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে।