ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের দীর্ঘদিনের প্রেম সম্পর্ক বিয়ের মাধ্যমে পূর্ণতা পেয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই দম্পতি তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।
জামিল হোসেন জানান, “বিয়ের পর ঠাস করে লন্ডন চলে গিয়েছি। লন্ডনে একটা লম্বা সময় কাটিয়েছি। ফিরে এসে তুর্কি গিয়েছিলাম।” তিনি তাদের বিয়ের পরবর্তী ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেন।
অন্যদিকে, মুনমুন আহমেদ মুন বিয়ের প্রসঙ্গে তার পরিবারের প্রাথমিক আপত্তির কথা তুলে ধরেন। তিনি বলেন, “আম্মু আগে বলতো, নোয়াখালী-বরিশালের ছেলেদের কাছে আমাকে বা আমার তিন ভাইয়ের কাউকে বিয়ে দিবে না। কিন্তু শেষ পর্যন্ত নোয়াখালীতে গিয়ে আমার বিয়ে হয়েছে। আমি প্রথমে এ বিয়েতে রাজি ছিলাম না। পরে আব্বু-আম্মু সবাই মিলে আমাকে রাজি করিয়েছেন। তারা বলেছেন, ‘জামাই ভালো ছেলে, রাজি হও, কেন বিয়ে করবে না?’”
মুনমুন আরও যোগ করেন, “আমি নোয়াখালীর ছেলেকে বিয়ে করেছি। এখন মনে হচ্ছে, সব দেশে ভালো-মন্দ মানুষ দুইটাই থাকে। আমার স্বামী পৈত্রিকসূত্রে নোয়াখালীর, কিন্তু তিনি ভালো মানুষ।”
কাজের প্রসঙ্গে মুনমুন জানান, “খুব শিগগিরই আমাদের একটা নতুন কাজ আসতে চলেছে। ইতোমধ্যে সেটা আরটিভিতে প্রচারিত হয়েছে। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন।”
জামিল ও মুনমুনের এই নতুন যাত্রা এবং তাদের পেশাগত কাজ দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। তাদের ভক্তরা তাদের নতুন প্রকল্পের জন্য শুভকামনা জানাচ্ছেন।