টালিউডের ‘রঞ্জা’ ও ঢালিউডের ‘প্রিয়তমা’ হিসেবে পরিচিত অভিনেত্রী ইধিকা পাল বর্তমানে সবার আকর্ষণের কেন্দ্রে। তিনি যেন পর্দায় ছুটছেন দাপটের সঙ্গে, আর তাঁর সাফল্য প্রমাণ করেছে তিনি সত্যিই ‘বাংলার ক্রাশ’। দেবের সাম্প্রতিক মন্তব্য এই দাবিকে আরও পাকা করে তুলেছে। পর্দার বাইরে তাদের বন্ধুত্ব বা বোঝাপড়া যতই আলোচনার বিষয় হোক না কেন, দর্শকদের মনে এখন একটি প্রশ্ন— পর্দায় দেব-ইধিকার প্রেমকাহিনি কি সত্যিই হৃদয় কাঁপিয়ে দেবে?
সাম্প্রতিকতম সংবাদে, অভিনেতা সোহম চক্রবর্তী ও ইধিকা পাল অভিনীত নতুন সিনেমা ‘বহুরূপ’-এর ট্রেলার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দেব। তিনি ক্যাপশনে লিখেছেন, “আমার আদরের ভাই সোহম ও বেঙ্গল ক্রাশ ইধিকাকে শুভেচ্ছা।” দেবের এই প্রশংসা নেটিজেনদের মধ্যে ঝড় তুলে দিয়েছে।
এক নেটিজেন মন্তব্য করেছেন, “রুক্মিণীর চোখ রাঙানি বাড়বে,” অপর একজন মজা করে লিখেছেন, “টালিউডে নতুন প্রেমের সুবাস।” এই আলোচনা চলছে তীব্র গতিতে।
উল্লেখ্য, আগামী পূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে দেব-ইধিকা অভিনীত ‘রঘু ডাকাত’। এই সিনেমায় রঘু ডাকাত ও সৌদামিনীর রোমান্স পর্দায় জ্বলজ্বল করবে। তাদের পূর্বের সিনেমা ‘খাদান’ দর্শকদের মন জয় করেছিল, এবার প্রত্যাশা আকাশছোঁয়া।