মৌসুমী হামিদের সঙ্গে ভুল পরিচয়: ‘সানি ভাই কই’ জিজ্ঞাসা কলারদের
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের শোবিজ অঙ্গনে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মৌসুমী হামিদ। নাটক, সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ‘বোহেমিয়ান ঘোড়া’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন মৌসুমী। এছাড়া আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘রঙবাজার’, যেখানে একটি যৌনপল্লীর পটভূমিতে গড়ে ওঠা গল্পে তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।তবে এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে মজার একটি ঘটনা শেয়ার করেছেন, যা তার নাম নিয়ে দর্শকদের বিভ্রান্তির কথা তুলে ধরে। অনেকে মৌসুমী হামিদকে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর সঙ্গে গুলিয়ে ফেলেন। এমনই এক ঘটনার কথা জানিয়ে তিনি বলেন, “আমি একটি টেলিকম কোম্পানির প্রোগ্রামে কাজ করছিলাম। সেখানে এক-দেড় ঘণ্টার প্রোগ্রামে বাইরে থেকে কল আসছিল। বেশিরভাগ কলারই ফোন করে জিজ্ঞাসা করছিল, ‘সানি ভাই (ওমর সানি) কই? বাচ্চা-কাচ্চা ভালো আছে?’ প্রথমে বুঝতে পারিনি কী করব!” হাসতে হাসতে মৌসুমী হামিদ আরও বলেন, “তিন-চারজন পরপর এমন প্রশ্ন করায় ভাবলাম, কথা বলেই যাই। তাদের মনে দুঃখ-কষ্ট দিয়ে লাভ কী! পরে বললাম, ‘হ্যাঁ, হ্যাঁ, সানি ভাই ভালো আছে, বাচ্চারাও ভালো আছে।’” এই মজার ঘটনা শুনে হাসির রোল ওঠে সাক্ষাৎকারে। প্রসঙ্গত, মৌসুমী হামিদ ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার্স আপ হওয়ার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর খালিদ মাহমুদ মিঠুর পরিচালনায় ‘বাংলা আমার মাতৃভাষা’ নাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় ক্যারিয়ার শুরু হয়। অন্যদিকে, ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা ওমর সানি ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করে তাদের দাম্পত্য জীবনে ৩০ বছর পার করেছেন। তাদের দুই সন্তান—ছেলে ফারদিন এহসান স্বাধীন এবং মেয়ে ফাইজা। **সংযোজন:** এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনে নকলের অভিযোগে ৪৩ পরীক্ষার্থী ও ৪ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইংরেজি প্রথম পত্র, হিসাববিজ্ঞান, রসায়ন ও অর্থনীতি বিষয়ের পরীক্ষায় এ ঘটনা ঘটে। এদিন ২৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।